সাতে পাঁচে কবিতায় নব কুমার দে
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
যুদ্ধ যুদ্ধ খেলা
কবি বললো ক্ষিদে পেয়েছে খুব
কলম বললো কবিতা লেখা
ধ্যাত খালি পেটে কবিতা হয় নাকি
মিথ্যে লেখ মিথ্যে
রূপকথা লেখ ফুলের বাগান লেখ
চাঁদ জোছনা লেখ
রূপবতী লেখ যৌবন লেখ…..
পারব না ওসব আমার ক্ষিদে পেয়েছে
হেটে হেটে ক্লান্ত আমি
কলম বলে তবে জিড়োও না কেন
তোমার তো কাজকর্ম সবই গেছে
কোথায় যাবে তুমি ….
কাজের খবর আনতে_একটা কাজ
খুউব প্রয়োজন
ছাড়োতো ওসব
রাজপথে গর্ত খুঁড়ে গোলাপ চাড়া লাগাতে পারো ?
এতো স্বেচ্ছা মৃত্যু
গর্ত খুড়তে খুড়তেই গাড়ি চাপা পরে যাব
সবাই কিন্তু অন্য জানবে
মৃত কবির হাতে গোলাপ চাড়া ….
মরণেও ভনিতা রেখে যেতে বলছো
সে আমি পারব না
আমায় অন্য কিছু বল
ছেলেবেলার কথা মনে করো
স্কুল থেকে ফিরেই
বইয়ের ব্যাগটা ছুড়ে ফেলে
দৌড়তে খেলতে যাবার জন্য ..
মা ডাকতো_ওরে কিছু মুখে দিয়ে যা
না খেয়েই ছুটতে,খেলা ডাকতো তোমায়
মাঠ ডাকতো , বন্ধুরা ডাকতো….
হ্যাঁ হ্যাঁ ….
কিন্তু এখন যে
আর কেউ ডাকে না আমায়
তুমি একাই খেল তবে
কি খেলা ?????
যুদ্ধ যুদ্ধ …
কার সাথে ????
তোমার দুর্বল স্নায়ুর সাথে
তোমার পরাজয়ের সাথে
তোমার ক্লান্তির সাথে
তোমার ক্ষিদের সাথে ….
কেউ জানানা …এখন
কাধে ব্যাগ নিয়ে
হাটতে হাটতে যে চলছে
সে কবি , সে যুদ্ধ যুদ্ধ খেলছে
সে হাসছে
বাতিস্তম্ভ গুনতে গুনতে সে হাঁটছে
তার লক্ষ্য _একটা কাজের খবর
কবিতায় যে পেট ভরেনা ৷৷