• Uncategorized
  • 0

কবিতায় অনুশ্রী তরফদার

বাড়ি শিলিগুড়ি তে।পড়াশোনা শিলিগুড়ি কলেজ থেকে। কিছুদিন চুক্তিভিত্তিক শিক্ষকতা। লেখালেখি খেয়াল বশে ছোট থেকে। বাস্তব বিষয়ের উপরে লেখা বেশি পছন্দ। তার সাথে আঁকা ও সৃষ্টিশীল কাজের প্রতি আগ্রহ।

অ-কবিতা

কবিতা কাকে বলে?
তা আমি জানিনা ।
মনের তলদেশ থেকে বেরোনো শব্দ
পরপর সাজিয়ে বাক্য মালা তৈরি হয় ,
সেটা কি কবিতা?
কখনো অনাবিল আনন্দে উৎপন্ন ভাষা সৃষ্টি-
ছন্দময় কিংবা তালকাটা তবলার
বিক্ষিপ্ত বোলের তেরে কেটে ধিন ধা,
আবার দুমড়ে  মুচড়ে ওঠা
অব্যক্ত যন্ত্রণা ফুঁসেওঠে,
আনকোরা শব্দে সংগঠিত হয় শব্দ মিছিল ।
সেটা কি কবিতা?
ছেদ যতি চিহ্নের ব্যবহার আসেনা,
পঙ্‌ক্তি র ব্যাকরণ বুঝিনা ।
খেয়ালে বেখেয়ালে আঁচড়ে যাই পাতা ,
তটভূমি থেকে মসৃণ শঙ্খ ভেবে-
কুড়াই পাতকাটা পোকা শামুক ও ঝিনুক কড়ি
মালা গেঁথে অনুভব করি,
শূন্যতার পৃথিবীতে পুর্ণতার কবিতা ;
হয় কি তা কবিতা?
অন্তর্দন্দ্ব কুড়ে কুড়ে খায়; নিরুত্তর বিবেক-
পর্ণমোচী বৃক্ষের মতো ঝরে পড়ে প্রত্যাশা,
ব্যাকরণ হীন জ্ঞান ভান্ডার সেঁচে তুলে আনি ,
ভাঙা চোড়া কথা , বিস্তারিত হয় বর্ণমালা,
কৌলীন্যহীণ আবছায়া কাব্য ডালা ।
এই কি কবিতা?
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।