কবিতায় তৃষা চক্রবর্তী
দুটি কবিতা
১.
এসনাকো, এসনাকো আর– এই কথা বলেছিলে
পেঁচার ডাক থেমে গেলে রাতের গভীরে যখন
থেমে থাকে আরো রাত– একবার তোমার হাত
নেমে এসেছিল মাথার উপর
বাকিটুকু কী করব বুঝিনি তখনও
এখন, বহু পথ ঘুরে, দেখি বাঁধানো পুকুরটির
চারিপাশে যেমন প্রাকার, তেমনি রয়েছ
তুমি, আমি আছি তোমার ভিতর