অমিতাভ প্রামাণিকের মুড়িমুড়কি

অমিতাভ প্রামাণিক সোসাইটি ফর ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স-এ বর্তমানে কর্মরত। ইউনিলিভার-এর স্ট্র্যাটেজিক সায়েন্স গ্রুপের প্রাক্তন ডিরেক্টর এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কর্মরত ছিলেন।

গণেশ চতুর থী

গণেশ চতুর থী। হারগিজ চতুর থী। ইস লিয়ে ব্যাস দেব কা অফার অ্যাক্সেপ্ট করকে মহাভারত টপাটপ কপি কর লিয়া। ওভি শুধ্তরিকেসে। নেহি তো উসকো অ্যামাজন ইয়া ফ্লিপকার্ট মে অর্ডার করনা হোতা, অর কালেজ স্ট্রিট যানা পড়তা, পকেট সে মালকড়ি নিকালনা হোতা। মোটকথা বহুৎ ঝঞ্ঝাট পোহানা পড়তা। অর ইয়ে সব করনেকা বাউজুদ ও মহাভারত শুধ্হ্যায় কিয়া অলরেডি কিসি কি বাজেসে মহাভারত অশুদ্ধ হো গয়া ওসব ভি বিচার করনা পড়তা।

লেকিন আজ ও দিন নেহি হ্যায়। চালকলা খা খাকে ভুঁড়ি নিকালকে বাহার আগয়া। থাইরয়েড ডায়বিটিস জ্যায়সা কুছ পাকড়লিয়া ক্যা পতা ভি নেহি হ্যায়। ধন্বন্তরি হাপিস হো গয়া। জালি ডক্টরসে দুনিয়া ভর গয়া। ডাক্তারিসে জাদা ধান্দা কমিশনমে মিলতা হ্যায়। বেচারি গণেশ ক্যা করেঁ। পকেটমে প্যায়সা ভি নেহি হ্যায়। চুহাসে ছুঁচোবাজি ভি নেহি হোতা হ্যায়। হোতা তো ভি ছুঁচো মারকে হাত গন্ধা করনেকা ইরাদা গণেশকো কভি নেহি হোতা। আম আদমি জ্যায়সা ও ধুতি পাকড়কে ইধার উধার ঘুমতা হ্যায়। হালখাতাকা টাইমমে টুপাইস আতা হ্যায়,  ফির ধান্দা বন্ধ।

গণেশ চতুরথী। বিলকুল চতুর থী। লেকিন আজ চতুর নেহি, ফতুর হ্যায়।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।