• Uncategorized
  • 0

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ সংখ্যায় জয়ন্ত চট্টোপাধ্যায় 

একুশের সরগম – ২

সা ||
সারাবেলা আলোর খেলা বর্ণমালার দিন
মুখ চেনা নয় নামটি চিনি একুশে-রঙিন।
রে ||
রেখেছিল মায়ের ভাষা বুকের ভেতর যারা
পথের উপর রক্ত দিয়ে আখর লেখে তারা।
গা ||
গায়ের জোরে কণ্ঠ চেপে ভাবলো যারা জয়
দমিয়ে দেবার পিছে ছিল শাসকদলের ভয়।
মা ||
মায়ের ডাকে সাড়া দিল আওয়াল অহি শফি
তাদের সাথে রক্ত দিল সালাম বরকত রফি।
পা ||
পাতা ঝরা শুরুর মাসে নানান মুখী হাওয়া
অবলীলায় দৃপ্ত পায়ে সাজিয়ে দিল যাওয়া।
ধা ||
ধামা ধরা জানে না যে কিশোর তরুণ মন
চাপিয়ে দিলে দেয় সে ছুঁড়ে অসম্মানের ধন।
নি ||
ব্যথায় নীরব কালো রাতে চাঁদের চোখে জল
থমকে যাওয়া নিথর সময় নিবাক ছলছল।
সা ||
সারাবছর ভুলেই থাকি নানান সুখে দুখে
একুশ এলেই প্লাবন জাগে মরানদীর বুকে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।