• Uncategorized
  • 0

কবিতায় পিয়াংকী 

ফেরা 

উপান্তে রাখা এক ঘড়া জল আর তাতে ভেসে থাকা কিছু অস্তিত্ব
ক্রয়মূল্যের অবিরাম দরাদরি
ভাসতে থাকা মুহূর্তরা যেখানে একই সাথে বিপরীত দুই চরিত্রের বিক্রিত আর বিকৃত  অভিনেতা-নেত্রী
তৃষ্ণা পুড়িয়ে পুড়িয়ে যেখানে তৈরি হয় খাদ্য
আবার দুই বিপ্রতীপ কোণ
আবার আসর  আবার মঞ্চ আবার উপস্থাপনা
শব্দ বদলায় , আওয়াজ ওঠে
বদলে যায় কাঠের ওই পাটাতন
জল তবু বদলায় না ,
প্রতি সূর্যোদয়ে ঘড়া উপচে পড়ে , জল ছলকে ওঠে আবারও
আদতেই ,  ফিরে আসা হয়তো সত্যিই বড় সহজ।
যদি ‘ফেরা’ শব্দটা  ফেরারীর আঁচলে জন্ম নেয় প্রতি সূর্যাস্তে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।