• Uncategorized
  • 0

কবিতায় পার্থজিৎ চন্দ

বাদামী

যে প্রাণী যত দুর্বল নরম তার চোখ ততো মায়াবী, সুন্দর
যেমন হরিণ যেমন ময়ূর
হরিণ ও ময়ূর দূর থেকে দেখেছি অনেক
শুধু একবার চিরবসন্তপুর গ্রামে
একটি বাড়ির আবছায়া বারান্দায়
কয়েক মুহূর্ত থমকে থাকতে দেখেছিলাম একটি খরগোশ
খরগোশ নয়, দুটি হালকা-বাদামী চোখ
আমার চোখের মধ্যে ঢুকে মাঝে মাঝে সারারাত
আবেশে ঘুমায়

উভচর

আমাদের না-জন্মানো দিনরাতের ওপর দিয়ে গড়িয়ে চলেছে মৃগয়া-শকট
কাম-দাদুরির ডাকে নড়ে উঠছে তির। শকট থেমেছে
গান্ধর্বমতে মৃগয়ার শেষে শকট ঘুরেছে বনে বনে
আমরা দেখলাম তৃষ্ণার দিনে আমাদের মৃগয়াপুরুষ
ছদ্মবেশী ভেকী’টিকে জলের সন্ধান দিলেন, আর নাচতে নাচতে
কালো জলে ফিরে গেল রূপবতী ভেকী
এ-জটিল খেলার পর আমাদের না-জন্মানো দিনরাতের ওপর দিকে
গড়িয়ে গড়িয়ে ফিরে এল মৃগয়াশকট
আমরাও জন্ম নিলাম, আর
উভচর জীবন কাটালাম
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।