আলোক মণ্ডলের কবিতা by TechTouchTalk Admin · Published August 26, 2019 · Updated June 4, 2022 কবিতা মগ্ন প্রাণ।অবসরপ্রাপ্ত বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক । দশাধিক কাব্যগ্রন্থের স্রষ্টা।"কবিকর্ণিকা" -কবিতাপত্রের সম্পাদক। কবিতা মৃগনাভিএকটা চিতল হরিণ, না না সোনার কখনই না রক্ত মাংসের।খেলছে বুকের ভেতরে, গন্ধ পাই!আকাশ থেকে নেমে আসা ইচ্ছেগুলো মাটিতে গড়াগড়ি যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছেই –তার থেকে ধুয়েমুছে দু’চারটে তার মুখের সামনে রাখি,খুলে রাখি পাঁচ আঙুলের যত আংটি, অব্যয় চিহ্নগুলি।চিতল হরিণ কান ঝেড়ে শুধু চলে যায়, চলে যায় দুরে।কথাগুলি নাও, নাও যত বাচ্যাতিরিক্তদুর্বোধ রেখা,চিতল হরিণ, তুমি মৃগনাভি দেবে না আমায়! ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 T3 || স্মরণে শহীদ || বিশেষ সংখ্যায় তন্ময় কবিরাজ May 20, 2024 by TechTouchTalk Admin · Published May 20, 2024