কবিতায় স্বদেশরঞ্জন মণ্ডল

দৌড়ঝাঁপ উত্থানে পতনে
অলৌকিক যাপনে নতজানু-মুখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখি……প্রতিদিন
যুদ্ধ শেষে ভীষণ ক্লান্তিময় আমার
যুদ্ধ বেশে নিজস্ব পালকে লেগে থাকে মৃত্যুর প্রতিশব্দ…..
তবুও তো ভুল করে লিখে ফেলি পুনর্জন্ম আর
এখানেই জন্মগ্রহণ প্ৰমাণ রেখে সমর্পণে দৌড়ঝাঁপ…..
যদিও যথেষ্ট বিনীত প্রতিটি উত্থান
যদিও যথেষ্ট বিনীত প্রতিটি পতন…….আমার