১৯৬৫ কিংবা ১৯৭১ সালের যুদ্ধের সময় ভারতে বাড়ি-ঘর ছেড়ে বাংলাদেশ, পাকিস্তান বা চিনে পাড়ি দিয়েছিলেন অনেকে। সেইসব সম্পত্তি যা মালিকহীন অবস্থায় ভারতে রয়েছে, সেগুলিকেই বলে ‘শত্রু সম্পত্তি’।
১৯৬৮ সালের এনিমি প্রপার্টি অ্যাক্ট ও ১৯৭১ সালের পাবলিক প্রেমিসেস অ্যাক্টের সংশোধনী আনা হয়েছে ২০১৭ সালে। এই সংশোধনীর ফলে ১৯৬২, ১৯৬৫ বা ১৯৭১ সালে যাঁরা এ দেশে বাড়ি-ঘর ছেড়ে চলে গিয়েছিলেন তাঁদের উত্তরাধিকারীরা পরবর্তীকালে আর সেই সম্পত্তির মালিকানা পাবেন না। সেই সম্পত্তি সরকারের আওতায় চলে আসবে।
গত মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোটা ভারতে ছড়িয়ে থাকা ৯৪০০ শত্রু সম্পত্তি নিলাম করার জন্য একটা কমিটি গঠন করেছিলেন। কখন কোথায় সম্পত্তি নিলাম হবে তা ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে।