শিশু চুরির তদন্তে নামে কোতোয়ালি থানার পুলিশ খতিয়ে দেখা হয় হাসপাতালের সিসিটিভি ফুটেজ। দেখা যায় ঠিক যে সময়ে সদ্যোজাতর বাড়ির লোক জন বাইরে ছিলেন তখনই এক মহিলা তোয়ালে ঢাকা দিয়ে কোলে করে একটি শিশুকে নিয়ে হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাবের মূল দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরপর খোঁজ শুরু হয় তদন্ত বিকেলে মেদিনীপুরের বাজার থেকে শিশু কোলে ওই মহিলাকে আটক করে পুলিশ। তবে কিছু জানায়নি পুলিশ। মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয় শিশুটিকে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে জেরা করছে পুলিশ । খতিয়ে দেখা হবে কোনো দলের সাথে যোগা যোগ আছে কিনা।