আমি তনিমা হাজরা। লিখি কবিতা, গল্প, অনুগল্প, মুক্তগদ্য, প্রবন্ধ।
শীতকাল মানে বিভিন্ন শহরে হাজারো কিসিমের মেলা। তার মধ্যে বইমেলা অন্যতম। জেলায় জেলায় বিভিন্ন প্রকাশনীর বই আর লিটিল ম্যাগাজিনের এই সমারোহ আমাদের এই বাংলার মতো এত ব্যাপ্ত আর কোনো রাজ্যে নেই।
যদিও এখন অনলাইনের মাধ্যমে সবকিছুই যখন খুশি হাতের মুঠোয় পাওয়া যায় তবু মেলায় গিয়ে ঘুরে ঘুরে বই ছুঁয়ে ছুঁয়ে দেখার আনন্দই আলাদা।
ইচ্ছে অনেক কেনার,পকেট সামান্য, উৎসাহ অনন্ত।
এই মেলাপ্রাঙ্গণেই নানাজনে ভাববিনিময়। শব্দের আদান-প্রদান।
মনের পেটপুরে খাওয়া, মনেই নেই পেটের খিদে, শুধু এক কাপ কফিই তখন মদিরাপাত্র।
সরস্বতী স্পর্শ করে বাঁচার এই আনন্দ, এই নেশা একবার যাকে পেয়েছে তার ইহকাল ধন্য হয়ে গেছে।
শব্দের সমুদ্রে পাল তুলে এই যাত্রাপথ, জীবনের খোঁজে, নিজের খোঁজে, শেষের যেখানে শুরু তার খোঁজে।।