অনুবাদে অনিন্দ্য রায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated

জন্ম ১৯৭১, বাঁকুড়া
নব্বই দশক থেকে লেখালেখি শুরু
পেশা:চিকিৎসক
প্রকাশিত বই: তিরিশে ফেব্রুয়ারি, স্পার্ক অ্যাভেনিউ, কাগজের হারপুন
হাইকু
জর্জ স্বেদে
৩৩
পরিত্যক্ত কারখানা
একটি মেঘ
চিমনির ওপর বিশ্রাম নিচ্ছে
৩৪
তুষারপাত
গোরস্থানের লাল গোলাপ
সাদা হয়ে পড়ছে
৩৫
ঝরাপাতাদের
যে মানুষটি জড়ো করছেন
শরীরে ফুটকিফুটকি দাগ
৩৬
সূর্যোদয়
নদী জুড়ে টান টান ছড়ানো
জেলেটির ছায়া
৩৭
অগাস্টের গরম
বুড়ো কমলা বেড়ালটা
নিজের লেজ থেকে রোদ চেটে নিচ্ছে
৩৮
আমার ছোটবেলার
এই ছবিটা নিয়ে এখনও
হাজার কথা বলা যায়
৩৯
ভূতেদের শহরে যাওয়ার ট্রেন
ইতিহাসবিদ বললেন
পিছনদিকে মুখ করে বসতে
৪০
একটা কাক কা কা করছে
চোখের নীচে রেখা খেয়াল করছে
আমার বউ