কী আর হবে। শীতদুপুরে শুধু সংকুচিত হয়না দেহ।
খসে পড়ে মানের গৌরব অনিরপেক্ষ
নজর থেকে
যা-কিছু তরল তা তো সহজপাচ্য, গভীরে পাক খায় কম
অথচ আমি দেখি পাড়ভাঙা গোধূলি নেমে এলেও
শান্ত হয়না পঙক্তির ব্যঞ্জনার প্রতিটি চরণ
তুমি হাওয়ায় ভাসতে হওয়া পালকের গতিময় মন
বোঝোনা
পশ্চিমের বারান্দায় এসে একচক্ষু হরিণীর ছবি দ্যাখো
আমি রাস্তায় ভীড়ে মিশেও আলাদা গ্রহের খোঁজ রাখি
তুমি শীতার্ত অনুভবে একই মুখের ছবি তুলে ধরো।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন