রাতে ,চোখ বন্ধ করে হাঁটি সূর্যকে দেখবো বলে
চোখ মেলে তাকাতে পারি না এত আলো,,
সূর্যের সাথে নিজের চরিত্র মাপতে মাপতে ভীষণ ক্লান্ত ।
রাতের আকাশ, অন্ধকার ঘর -তবুও আমি দেখতে পাচ্ছি..
শব্দ গুনতে পারছি বোকা রক্তের
ঘ্রাণ নিচ্ছি অবিরাম পোড়া মস্তিষ্কের
তবুও কিছুতেই কিছু বদলালো না ,
আর বদলানো যাবে না ।
চোখ বন্ধ করেও
আবারও নিজেকে,, কেও বদলালো না ।
বদলায়নি ।
কেও না …. যত দিনের আলো যাচ্ছে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন