অনুবাদে অনিন্দ্য রায়

হাইকু
জর্জ স্বেদে
২৫
নোংরা, একচক্ষু মুরগীর
তলায়
একটা নিখুঁত সাদা ডিম
২৬
গাড়ি ধোওয়া চুকল
একটা চড়ুই শেষের কাদায়
স্নান করছে
২৭
হঠাৎ বৃষ্টি
নদী থেকে
রজকিনীদের হাসি
২৮
দাম্পত্য কলহ
আমি সিমেন্টের ফাটল
মেরামত করি
২৯
গ্রামের মেলা
আমাদের ঘুমন্ত সন্তান
একটা কুঞ্চিত বেলুন আঁকড়ে ধরেছে
৩০
শান্তভাবে ডিভোর্সের কথাবার্তা
পায়ের তলায়
ঝরাপাতাদের মড়মড়ানি
৩১
হলুদ গোলাপদের মাঝখানে
একটা হলুদ প্রজাপতি
স্থির হয়ে উঠল
৩২
ডির্ভোসের শুনানি শেষ
আমার জুতোয়
ভেজা পাতারা লেগে আছে