কবিতায় অশোক দেব

হ্যালুসিনেশন – পাঁচ
দেখি গৃহত্যাগী চটির পাহাড়
দেখি মৃতদের শুকনো চলাচল।
হ্যালুসিনেশন – ছয়
ঊষাকাল
মেজে
একজন ফুলওয়ালি
ফর্সা করে দেয়।
কাল রাতে
চুরি হল
মুদিওয়ালার
চিরুনি।
হা করা
দোকানের
সামনে সে
নিজেকে
ধূপ দেখায়।
ফুল বেচা টাকা
ব্লাউজে গুঁজে
সেই ফুলওয়ালি
স্তন কুড়াতে যায়।
হ্যালুসিনেশন – সাত
এখানে
সাপের নরক।
দূর পৃথিবীতে
যারা মণি ভুলে এলো
তাদের
গতির বক্রতা কেড়ে সোজা করা হয়।
কেন? কেন আমরা তখন
করিনি বিষ বিনিময়?