• Uncategorized
  • 0

কবিতায় প্রভাত মণ্ডল

ইন্ধন

রাজনীতি নাকি ধর্মধ্বজা সন্ত্রাসীদের আঁতুরঘর
সন্ত্রাসের হয়না জাতি নয়তো ওরা আপন পর ,
রঙে রঙে লড়াই চলে আমরা বোকা সাধারণ
নির্বিরোধী মানুষদেরই বুকে হয় রক্তক্ষরণ ।
নেতায় নেতায় তর্ক চলে ডেবিট চলে আসরে
সন্ত্রাসীরা দাঙ্গা ছোটায় সমতলে পাহাড়ে ,
সেনার মুষ্ঠি বদ্ধ আজ রাজনীতির যাতাকলে
সন্ত্রাসীদের পেছন পানে কারা যেন কথা বলে ।
কথার মাঝে কিছু কথা ইন্ধনেরই যোগানদাতা
বাড়ুক লড়াই ছড়াক আগুন রাজনীতিরই মূলকথা ,
তাই যদি নাই বা হয় সেনার মুষ্ঠি খোলা থাক
সন্ত্রাসীদের দাদাগিরি এক নিমেষে নিপাত যাক ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।