কবিতায় বিশ্বজিৎ দেব
সন্ধ্যার ইলিউশন
কথা বলা শেষ হলে
আমরা দুজন দুদিকে চলে যাবো
হাওয়া এলে যেরকম পাতা উড়ে যায়
পরস্পর পিঠ ঠেকানো দুটি কাঠের চেয়ারে
এসে বসবে হালকা বাদাম খোসা…সন্ধ্যার ইলিউশন..মেরু প্রদেশের থেকে এসে
মেরুপ্রদেশের দিকে ফিরে যাবার
বৈদ্যুতিন নির্দেশ
শেষ হওয়া কথাদের পর ডুকরে উঠবে কিছু ঘাসের ভনিতা..মেরুপ্রদেশের হিম..আরো মিথ্যে মিথ্যে তারাদের কথা এক্জিট গেটে দাঁড়িয়ে থাকবে ভাবলেশহীন সন্ধ্যার অতিরিক্ত সারচার্জ