নেশা করি তাই আমারে ভাবো বদ
আরে কষ্ট কমাই খেয়ে অল্প মদ
নিকোটিন পুড়ে ঠোটের ফাকে
মহাসুখে বছর কাটে,
মজা পাই তাই খাই
নিষেধ করে লাভ নাই,
তুই বলিশ নেশায় হচ্ছে আমার অকেজো মাথা
সত্যি কি ভাবিশ আমার কথা?
জানি নেশায় করে স্মৃতি শক্তি ক্ষয়
করবো কি?এটাই প্রিয়ার চলে যাওয়ার বিনিময়
অনেক বড়ো হবো ,রয়েছে কতো আশা
মাথা ঝিমায় ,চোখে খুজে পাই না দিশাढ
এই ভবের কানামাছি খেলা
করেছে অভিনয় আর অবহেলা
তুমি অশিক্ষিত ইংলিশ জানোনা
বক বক করে কিছু বুঝাতে এসোনা,
সিগারেট পুড়ি টেনশন থেকে বাঁচার চেষ্টা,
আমি খাই ,তোর কি?তুই না করার কোন কেষ্টা?