• Uncategorized
  • 0

কবিতায় তিলোত্তমা বসু

জন্ম – 30 নভেম্বর,বাবা - সুনীল বসু, মা – আলো বসু। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক নিবাস মধ্যমগ্রাম , প্রকাশিত বই তিনটি --- ম্যাজিক ম্যান্ডলিন ( কবিতা পাক্ষিক থেকে প্রকাশিত ,দু হাজার সাত )। জার্নি ( ধ্যানবিন্দু থেকে প্রকাশিত,দু হাজার পনেরো )। ছোট্ট চা -দোকান ( শুধু বিঘে দুই থেকে প্রকাশিত , দু হাজার সতেরো )। পেশা – লেখা।

লীন  

তারাদের ক্ষীণ আলো এখানে আসে না ভালো
মনেই থাকে না সে জীবিত না মৃত ?
এমনই ঝড়ের রাতে সুতো ছিঁড়ে ডিঙিয়ে চৌকাঠ , ভেসে গিয়েছিল গানের জোৎস্নায়
একা
কার অঙ্গ থেকে তবু ভেসে আসে এত পদ্মের সুবাস ?
অন্ধকারে ফুটে ওঠে কার অবয়ব ?
যে দেখে সে দেখে আর মিশে যায়
বন্ধ তার ঘর , তার ঘর খোলা —
একা বীনা , একাকী গানের খাতা পড়ে আছে …. মীরা যে কোথায় !
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।