কবিতায় পঙ্কজ চক্রবর্তী
by
TechTouchTalk Admin
·

জন্ম- ১৯৭৭ ।পেশা- অধ্যাপনা ।পঞ্চাশের বাংলা কবিতা নিয়ে গবেষণায় পি.এইচ.ডি ডিগ্রী লাভ ।গীতবিতানের পাতায় পাতায় ঘুরে বেড়ানো প্রিয় বদভ্যাস ।প্রকাশিত কাব্যগ্রন্থ - বিষণ্ণ দূরের মাঠ,চার ফর্মার সামান্য জীবন, উদাসীন পাঠকের ঘর ।
যাত্রা
চরিত্রের মুখোমুখি
এমন শোকের দিনে
উড়ছে আগুন সারা গায়ে
রচিত দিনের ফাঁদে বসেছে আকুল শ্রোতা
হাটুরে বিস্ময়
সজনে গাছের পাশে গ্রীনরুম
অলৌকিক সাজগোজ
আলতা,সিঁদুর, লাল চা ,গয়নার আলো
দেবদূত তুমি ফিরে যাবে
কী হবে কিশোর শ্রোতার উপায় !
বিস্মৃতি
ইটের গায়ে শ্যাওলা
তোমাকে পেরিয়ে
আমার এই সামান্য তদারকি
ভাঙা কার্ণিশে বটচারা
অহেতুক
নেমে যাই বাজারের পথে
নির্ভরযোগ্য এক শ্রোতা
বিড়ি ধরিয়ে
সাইকেল ছুটিয়ে চলে যাচ্ছে কুকুরের দেশে
ওগো অনিবার্য ,ওগো তার ছায়া