• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতায় রাজশ্রী বন্দ্যোপাধ্যায় 

অসংযমী মুদ্রা 

রাতের বুকে যে ইমনের ঠাট তাকে অশ্রুবিধুর করে কী লাভ ! ভালোবাসার তীব্রতা কখনও কখনও খরস্রোতা নদী ৷ পাহাড়ী ঝরনার নুড়িগুলো বুকের মধ্যে বেচাল করলে আমি আগুনের কাছে তাপ ধার নিই ৷ দুপাশের ডানা পোড়ে ৷ দ্রবীভূত স্পর্শে বাগিচা হতে থাকে শরীরী ভাস্কর্য ৷ ছুটে চলি বাতাসের কাছে , অরণ্যের কাছে ৷ মিলন সম্ভবা হয়ে বেলোয়ারি ঘাসের ডগায় শিশিরের মত তরল হই ৷ তুমি হংসের চালে আমাকে পান করো ৷ আমার অসংখ্য টুকরো তোমার ঘ্রাণে মাখামাখি হয়ে রাতের গায়ে সম্মোহন ছরায়৷ সমর্পণের নাব্যতায় ডুবতে ডুবতে কিছু অসংযমী মুদ্রা রেখে গেলাম আমাদের বিভোর সম্পর্কের ভিতর৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।