সাতে পাঁচে কবিতায় সুতনু হালদার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
এক সন্ন্যাসিনীর পাসওয়ার্ড
স্লিভলেস আকাশ,
ম্যারিনেটেড জ্যোৎস্নার স্টিয়ারিংয়ে
শ্লথ হতে থাকে–
প্রচণ্ড সেমিকোলন!
ঠোঁটের কিনারায় ছদ্মবেশী ক্লোরোফিল
আগন্তুক টারবাইন সভ্যতা
খুঁজতে চায় কার্বোহাইড্রেট
চলো, লুব্ধক হয়ে
আফটার শকের কুষ্ঠি বিচার করি;
তারপর গিয়ার চেঞ্জ করে
সামুদ্রিক পিঠ কামড়ে ধরব
স্বপ্নবর্তিকার আস্তাকুঁড়ে
মেঘবর্ণা সন্ন্যাসিনীর পাসওয়ার্ড
লুকিয়ে রাখে চাতক ডায়াফ্রাম,
মর্টগেজে ওজোনস্তরের
ফরম্যাটেড হার্ডডিক্স থেকে আঙুর ফল