• Uncategorized
  • 0

কবিতায় হরেকৃষ্ণ দে 

জরিমানা

সিঁথির সিঁদুর জুড়ে সংসার মণ্ডল ঘুরপাক খায়
আহত নিয়তি দোষারোপের খাইখরচের হিসাব খাতায়৷
বৃষ্টির ফর্দ ঝোলা আকাশে উনুনের চুপসানো পেট৷ভালোবাসার ঝরে পড়া ইঙ্গিতগুলো খোলা হাতে বাউন্স খেয়ে চলেছে৷বিছানার নরম গন্ধ বয়ে কপালে চুমু আটাকানো সকালের আয়নায় এলোমেলো দুঃখের বিভাজিকায় বার বার সানস্ক্রিনের গেটআপ দেখি৷পকেটের সেলাই খসা কনফিডেন্স আস্রাবন হয়ে থিতিয়ে পড়তে চায়,তবুও প্রেমের ঘামাচিরা নাইসিলের আরাম খোঁজে বার বার৷
আমি নিরপরাধ জলের কুলকুচি আওয়াজ তুলি সমগ্র মুখবিবরে– নিজেকে স্ট্যাণ্ড বেসিনের মতো ফিক্সড রেখে দাঁড়িয়ে রাখি ভালোলাগার ডাইনিং রুমে….
নাইট ল্যাম্পের নিভু পড়ন্ত আলোর মতো সারা দেয়ালজুড়ে আমার অপরাধের জরিমানা পেরেকে আঘাত মারতে থাকে৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।