কবিতায় তীর্থঙ্কর সুমিত
রূপক
ছুঁয়ে যাওয়া মুহূর্তের সাথে
কিছু অখুশি জরিয়ে আছে
সময়ের কলরবে
চলমান স্রোত
আমায় নিয়ে যায়
সমুদ্রের দিকে
জল জল খেলায়
গা ভিজিয়ে দাঁড়িয়ে থাকে
আমার দিনলিপি
আমি হারিয়ে যাই কোনো রূপকের দিকে।
Kabi Parichiti
তীর্থঙ্কর সুমিত ১৯৮৯ সালে ১৭ ই মে হুগলী জেলার মানকুন্ডু ব্রাম্ভন পাড়ায় জন্ম গ্রহণ করেন।ছোটবেলা থেকে লেখালিখির সাথে যুক্ত ।মূলত কবিতা লেখেন।প্রথম কবিতা প্রকাশ পায় স্কুল ম্যাগাজিনে স্বাধীনতা সংক্রান্ত লেখা।বহু পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে তথ্যকেন্দ্র,সুখবর,বাংলা স্টেটস ম্যান,শৈবভারতী,পারিজাত সহ বহু পত্রপত্রিকায়।প্রথম কাব্যগ্রন্থ পুতুলের সংজ্ঞা।নিজ সম্পাদিত একটা পত্রিকা আছে “আহোরী”। নতুনদের নিয়ে এগিয়ে চলাই তার পত্রিকার মূলমন্ত্র।হাইকু প্রভাকর,কাব্য সুধাকর উপাধিতে ভূষিত।