কবিতা -তে জ্যোতি পোদ্দার

সবুজ শরীর
এবং আঁকলাম রোদ আর একটা নাতিদীর্ঘ গাছ।
হতে পারে বকুল শিউলি রক্তজবা।
আর আকঁলাম রোদের তাপে পোড়া পেলব সবুজ শরীর।
রং ছিল।
তুলিও ছিল।
মন ছিল না বলে ছায়া আঁকিনি
ফুল আঁকিনি
ফলও আঁকিনি।
বাকলে একেঁছি যাপনের দিনলিপি।
ইজেলে রঙের বিন্যাস ছিল
আর তুলি ছিল রজঃস্বলা।
তিনিই ক্যানভাস জুড়ে এঁকেছেন পোয়াতির সবুজ শরীর
আর রোদের ঝালর
আর মিহিদানা সবুজ পাতার দুল দুল দুলনি
আমি কোন দোলনার স্কেচ আঁকতে পারিনি।
পারিনি আঁকতে গতি ও স্থিতির দ্বৈরথ।
পারিনি শিশুর হাসির রঙ আঁকতে।