• Uncategorized
  • 0

কবিতায় অশোক দেব

জন্ম ১৯৬৯। ত্রিপুরা। বিজ্ঞানের ছাত্র ও শিক্ষক। গত শতাব্দীর নয়ের দশক থেকে লেখালেখি। কবিতার বই ৫টি। গল্পের বই একটি। প্রকাশিত। একটি উপন্যাসোম রচনা ‘সদাপুরাণ’। প্রকাশিত। পাঠকপ্রিয় সাহিত্যকার। প্রবুদ্ধসুন্দর কর-এর সঙ্গে যৌথভাবে সম্পাদিত কাগজ ‘বাংলাকবিতা’। কোনো পুরস্কার ও বিদেশভ্রমণ নেই।

হ্যালুসিনেশন – নয়

জন্মান্ধের চোখের থেকে বেশি দূরে নয়
আলোর আড়ৎ।
তোমার বুকের গল্প যেমন কখনও
বলোনি আমায়
তেমনি আলোও পায়নি কোনও
অন্ধের প্রণতি।

আকাশ বলতে তারা যাকে ভাবে
অথবা প্রণয় বলে তারা যাকে বোঝে
সকলই বানানো।
যেমন
আমার ভ্রমর গিয়ে
তোমাকে কয় না কিছু
বলে না আমিও অন্ধ,
আমিও বানাই
জোছনাবাজার।

হ্যালুসিনেশন – দশ

দেখি, টাকা থেকে পড়ে গেলো তার মূল্য
দেখি, সাথে সাথে বড়লোক
হয়ে গেলো গোল,
গোলাকার
শূন্য।

হ্যালুসিনেশন – এগারো

আমি ও আমার
নিঃসঙ্গতার দেখা হল সেদিন।
আমাদের মাঝে
ছোট্ট একটা নদী
দিনরাত সাজে।

আমার একাকী বিম্ব
বলছিল তোমার কথা।
তুমি এলে
কেমন হত?
কেমন, কেমন হত?

ভালো হয়ে যেতো নিশ্চয়ই
দূরতারকার দেওয়া
যাবতীয় ক্ষত।

হ্যালুসিনেশন – বারো

দেখি ফুল হতে ফুলে
রেণু চলে যায়।
নিজে নিজে যায়
বাতাসের ভরসায়

একটি মৌমাছি দেখি
নেচেই চলেছে তার
ভুলে যাওয়া নাচ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।