সাপ্তাহিক ধারাবাহিকা -তে বিতান মুখোপাধ্যায় (পর্ব – ১৮)

রাগে অনুরাগ
রাগ দুর্গা
হিন্দু শাস্ত্রীয় সংগীতের বিপুল ভান্ডারের মধ্যে এক একটি এমন রাগ রয়েছে যার সৌন্দর্য ভাষাতীত এবং তেমনই একটি রাগ দুর্গা ।
এই রাগটির সাথে কর্ণাটক ক্লাসিকাল এর মিল বেশি মাত্রায় লক্ষ্য করা যায়।যদিও একে আমরা কেবব কর্ণাটকী সংগীতের রাগ বলতে পারিনা।
এই রাগ বিলাবল ঠাটে রচিত।
এই রাগ গাইবার সময় বলা হয়ে থাকে রাত্রি দ্বিতীয় প্রহর ।
এই রাগের বাদী ‘মা’ সমবাদী ‘সা’ । দুর্গা রাগে অসংখ্য বন্দিশ সৃষ্টি হয়েছে বিভিন্ন ঘরানায়। অসংখ্য শাস্ত্রীয় সংগীত শিল্পীরা এই রাগ পরিবেশন করে থাকেন তাদের নিজস্ব রচিত বন্দিশের মাধ্যমেও। অসংখ্য রাগ রাগিনীর মতোই এই রাগ নিজস্ব মহিমায় সমুজ্জ্বল ।