১৬ মার্চ ২০২০ থেকে সারা দেশে শুরু হতে চলেছে নতুন নিয়ম । বদলে যেতে চলেছে টাকা তোলার নিয়ম ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে, ডেবিট কার্ড বা এটিএম কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে হওয়া লেনদেনকে আরও সহজ করার জন্য নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে ৷ এই মূল উদ্দেশ্য হচ্ছে আপনার অ্যাকাউন্টের থাকা মূলধন যেন সুরক্ষিত থাকে ৷ এর আগে ১ জানুয়ারি ২০২০ স্টেট ব্যাঙ্ক এটিএম থেকে ক্যাশ তোলার ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয়েছিল ৷ নতুন নিয়ম অনুযায়ী রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত টাকা তুলতে গেলে আপনার রেজিষ্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি দেওয়া বাধ্যতামূলক ৷ এই নিয়ম অবশ্য ১০ হাজার টাকার বেশি ক্যাশ লেনদেন করা যাবে না।
১৬ মার্চ থেকে আরবিআই-এর কোন নিয়ম লাগু করা হবে দেখে নিন…আরবিআই-এর পক্ষ থেকে ব্যাঙ্ককে জানানো হয়েছে যে কার্ড ইস্যু বা রিইস্যু করার সময় দেশের এটিএম ও পিওএস টার্মিনালে কেবল ডোমেস্টিক কার্ডের মাধ্যমে লেনদেনর অনুমতি দেওয়া হবে ৷ অথার্ৎ যারা বিদেশ ভ্রমণ করেননা তাদের ব্যাঙ্ক কার্ডে ওভারসিজ পরিষেবা দেওয়া হবে না ৷
এবার থেকে আলাদা করে ব্যাঙ্কের কাছে এই পরিষেবা পাবার জন্য নতুন করে আবেদন জানাতে হবে ৷ তবে যাদের কাছে এই কার্ড রয়েছে তারা নিজেদের দায়িত্বে ডোমেস্টিক কার্ডে লেনদেন ডিসেবল করবেন না করবেন না ৷ যে সমস্ত কার্ড অনলাইন/ইন্টারন্যাশনাল/লেনদেন হয়নি সেই কার্ডে এই সমস্ত পরিষেবা বন্ধকরে দেওয়া হবে।