হঠাৎ একটি মেঘলা দুপুরে যখন দেখবেন ঘরের জানলা দিয়ে একটা আলো আঁধারি খেলা আসতে আসতে আপনার মনে প্রবেশ করছে ঠিক তখন যদি শোনেন এই গৌড়মল্লার দেখবেন আপনি হঠাৎ প্রেমে পড়েছেন এই অনুভূতি আপনার হবেই ।
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি বিশেষ রাগ এটি যা মল্লার রাগের বিভিন্ন ভাগের একটি। মিঞামল্লারের মতোই গৌড়মল্লারের একটি বিশেষত্ব আছে তা তো বটেই ।
বর্ষার যে কোনো দিনে যেকোনো ক্ষণে এই রাগ একটা ভিন্ন আবহ সৃষ্টি করে মনের মধ্যে ।
এই রাগের বাদী ‘মা’ এবং সমবাদী ‘সা’। বিলাবল ঠাটের অন্তর্গত এই রাগ।
গৌড়মল্লার রাগটি কেবল কন্ঠে গীত হয়েই নয়, বিভিন্ন বাদ্যযন্ত্রেও সমানভাবে পরিবেশিত হয় এবং তা এক অনন্যরূপ ধারণ করে।
অতীতে এবং বর্তমানে বিভিন্ন চলচিত্রেও এই রাগে সঙ্গীত পরিচালকরা সঙ্গীত রচনা করে চলেছেন ।