• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতা পিনাকীরঞ্জন সামন্ত

নিউ সিলেবাস

এইতো সবেমাত্র হাঁটি হাঁটি পা পা
দুধভাত পেরিয়ে গরম ভাত ছোঁয়া
কাঁধে ব্যাগ, ওয়াটার বোটল, বাসে চেপে স্কুলে যাওয়া
তারপর – স্কুল পেরিয়ে কলেজের মোড়, এবং সবেমাত্র গজিয়ে ওঠা গোঁফের ঝিলিক, আর্টস কমার্স কিংবা সায়েন্স ।
যৌবনে পা রেখে বন্ধু, বন্ধুর হাতে হাত রেখে সিগারেট ফিল্টার উইলস ।
তারপর একমুখ ধোঁয়া ছেড়ে চল্ না যাই ঐ বাতাবীর মোড়ে – কিছু প্রেম, কিছু ভালোবাসা । এক্সপেক্টেশন ইজ নট ভেরি মাচ হাই ।
পরে ফিরে আসবো আবার এই অন্ধকার ঘরে ।
এইমাত্র যখন তুমি কবিতা চাইলে ।
ব্যস – আজ এইটুকু দিলাম ।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।