সাতে পাঁচে কবিতায় স্বদেশ রঞ্জন মন্ডল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
অচেনা নিদ্রায় বর্ণমালা বেঁচে থাকে
তোর নদীতে উপচে পড়া সমুদ্র ঢেউ
ঝলমলে আগুনে চোরাস্রোত
আমার অচেনা নিদ্রায়…..
অবশিষ্ট শরীরের ভিতর থেকে আমার শরীরে আগুনের মধ্যে আগুন জ্বালায়,
রাতের প্রেমিক দীর্ঘ শরীর উৎসবে মেতে ওঠে কামরূপ পূর্ণতায়…..
উপরে সারি সারি খুনসুটি মেঘ বৃষ্টি ঝরাবে বলে কথা রাখে
আমি হৃদমাঝারে ভিজি পালকের মতো
তোর বুকের সতর্ক দুটি হাত স্বাধীনতার চুম্বনে
সম্মতি দেয়
ঠোঁটে ঠোঁট লালা ভিজে যায়
বুকে বুক এক হৃদি কাঁপে….
ঐ ঝলমলে আগুন নদীতে ঢেউ ঢেউ আর ঢেউ
পৃথিবী কাঁপানো মিলিঝুলি শব্দ গোঁঙানির ভিড়ে
বর্ণমালা বেঁচে থাকে……
অজন্তা ইলোরা উৎসব