• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতায় সুপম রায় (সবুজ বাসিন্দা)

অ্যান্টার্কটিকা

সূর্যের বিষাক্ত অভিশাপ
গ্রাস করছে তোমার দেশ ও যাপন ।
এখানে গ্রীষ্ম নেই,
মাইনাস নব্বই ডিগ্রির বন্দরে বসে বসে
বরফের মরুভূমি দেখি —
ফ্লাইট ডিলে,
সুচ-সুতোর মাঝখানে বরফের রচিত খেলাঘর ।
একদল পেংগুইন এসে
দখল করে রাখে কেবিন ক্রিউর অঞ্চল —
আমাদের কিডনেপ করে নিয়ে যায় বরফের ঘরে ।
সেই বরফ ঘরের নাম দিয়েছে – ‘অ্যান্টার্কটিকা’ ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।