সাতে পাঁচে কবিতায় সুদীপ্ত রায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
মৃত সমাজ
মনুষ্যত্ব মুখ থুবড়ে পড়ে আছে সভ্যতার অধীনে
ধ্বংস স্তুপ ও কংক্রিটের রুদ্ধ কোটরে,
দুর্বৃত্তের নষ্ট হাতে মনুষ্যত্ব –
প্রতিক্রিয়াহীন কঙ্কনের শোভা পায়।
তপ্ত দিনে পিচ গলা রাজপথে
পরিশ্রান্ত শরীর বেয়ে ঝরে মনুষ্যত্বের অপুষ্ট বর্ষণ।
অহংকারী প্রেমিকার মেকাপ করা মুখে
মনুষ্যত্ব অচেতন দৃষ্টি চেয়ে থাকে… ।
চতুর্দিকে সমাজের বিলাস কাননে
মনুষ্যত্বের হাওয়াই বেলুন উড়ছে ।।