তুমি কি সেই মাঝির গল্প শুনবে?
যার শরীরে একদিন নদীর অনুপ্রবেশ হয়েছিলো
অথচ সে কোনোদিন নদীকে স্পর্শই করেনি
সে শুধু তার বুকে ছড়িয়ে দিয়েছিলো
একটা আস্ত ভেনিস
এসো মানবী
পাশ ফিরে শোও
এলিয়ে দাও তোমার উষ্ণ শরীর আমার কফিনে
দেহের প্রতিটি হলুদ গোপনে জ্বলুক
হাজার মোমবাতি
এ শূন্য ঘরের কুঁচকানো দেওয়াল জুড়ে
ঘড়ির শব্দ হোক দৃশ্যমান।
এসো
বিলীন হয়ে যাও এ অনন্তে
তোমাকে আলোর গল্প শোনাই।