সাতে পাঁচে কবিতায় শ্যামা পদ দে
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
আলিঙ্গন
মুক্ত আলোয় ভেসে যায় নগর-মন…
অথচ দিন দিন কেমন আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছি জীবন…
ঝুমকো লতার মতোই পার্থিব আলিঙ্গনে
অপার্থিব তরুবর
আবদ্ধ মায়ার বন্ধনে, তোমার করুণায়_
এই নদী, জল, তরঙ্গ, বাতাস….
ফুল, পাখি, বন্ধু, স্বজন…।
তোমার দানেই আমিত্বের অলীক দাবী জড়িয়ে…
মিথ্যে আলিঙ্গনে সত্যের সাধনায় আমৃত্যু…
সমস্ত বন্ধন ছিন্ন করে জড়িয়ে নিতে দাও পরম চরণ
যাতে চরম আলিঙ্গনে খুঁজে পাই মুক্তির অপার স্বাদ
মুক্তি সুখের অমল আলোয়….।।