• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতায় মোনালিসা মন্ডল

বঙ্গ মায়ের ভদ্র সন্তান

তোমরা ভদ্র বঙ্গ সন্তান
ভেতো সব বাঙালী।
অন্যের কাজ নাকি ভারী মন্দ-
ভারী বেমানানী।
তোমরা করোনা কোনো ভুল, কোনো দোষ,
বলো “দেশে আইন আছে” নাকি;
তোমরা নাকি আইন রক্ষক-
তবু কারা যেন আইনকে দেয় ফাঁকি।
জানো কি? চেনো তাদের?
তোমাদের গায়ে ভদ্রতার স্ট্যাম্প মারা
করো নানা সমাজ মূলক কাজ;
করো অ্ন্যের কাজের সমালোচনা
অন্যেরা নাকি মুনাফাবাজ।
জানো কি? চেনো তাদের?
তোমাদের দেশে নাকি আইন আছে
করলে প্রাণী হত্যা হবে হাজতবাস;
কিন্তু শুনেছি, গাছেরও যে প্রাণ আছে
তারাও নাকি নেয় শ্বাসপ্রশ্বাস।
জানো কি? মনে আছে সে কথা?
তবু তো প্রতিদিন কাটা হয়, হাজার হাজার গাছ-
সাফা হয়ে যায় জমি।
কারা যেন তৈরি করে, বড় বড় ফ্ল্যাট বাড়ি।
জানো কি? চেনো তাদের?
তবে নিশ্চয়ই চিনবে একদিন-
চারিদিক থেকে ধ্বংসের হাত,
গ্রাস করতে আসবে তোমায় যেদিন-
সেদিন সময় বুঝে দাঁড়িও একবার-
আয়নার সামনে।
চিনিয়ে দেবে সে তোমায়-
আর, আয়না মিথ্যে বলেনা কখনও!!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।