সাতে পাঁচে কবিতায় পৃথ্বীশ
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
এলোকেশী
অ্যাটলান্টিকের গভীরতা কিংবা .
কোনদিনই দেখিনি মালাক্কা কিংবা
হেলস ক্যানিয়নের গভীরতাও আজানা
তাও তোমার
ওই চোখে যখনই দেখি
আনখেসেনপাতিনের রহস্য
তোমার মতই বিশ্বসুন্দরীর উদাহারণ দেয়
জানতে পারিনি আজও দুধসাগরের উৎস কোথায়
তাও তোমার
ওই চোখে যখনই দেখি
বিজ্ঞানী নিউটনের তৃতীয় সূত্র সোচ্চার হয়ে বলে
কলম্বাস যাই সৃষ্টি করুক না কেন
তোমার সৃষ্টির পিছনে মারাত্মক ষড়োযন্ত্র রয়েছে
তাও তোমার
ওই চোখে যখনই দেখি
এস্কিমোদের মতন মনের তুন্দ্রা অঞ্চলে বিরাজ করি
পৃথিবীর আলোকপথ থেকে ছায়াপথ দশদিকে অবস্থান করলেও
আমার জীবনে তোমার আর্বিভাব যেন হ্যালির ধূমকেতু ।।