সাতে পাঁচে কবিতায় পাপাই সেন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
নিষিদ্ধ
১.
মারতে চাইলে মারো প্রতিটা আঘাত সযত্নে
তুলে রাখবো,
সিমেন্টের মেঝেয় সাজিয়ে গুছিয়ে পরিবেশন
করবো রক্তাল্পতার,ভাষ্যহীন প্রতিবাদী
ভাষা।কন্ঠনালী চিরে সকলকে বলবো এসো
দ্যাখো-আমার গলার ভিতর সাজানো মৃত
সঞ্জীবনী।
২.
আকাশে তাকাও,বৃষ্টির বুকেতে হাত রেখে
ফের দ্যাখো,
ঠোঁটের বেলাভূমিতে কামপৃথ্বীর উষ্ণতা
মনতত্ত্বেরসীমানা পার করে কেমন যোনিতে
আগুন ছুঁয়েছে। বুকের ভেতর নিমফুলের
তিক্ততা।
প্রত্যহ খাদ্য খাদকের সম্পর্ক অসহনীয়।
শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে নক্ষত্রের ছাই…