রাত নামলে মুখোশটা খুলে যায় !
দিনভর করে যাওয়া অভিনয় যত
যবনিকা নেমে আসে তাতে ৷
শেষ হয় যতসব মেকি দেঁতো হাসি,
মনের পশুকে মেরে জোর করে মানবিক সাজ !
নিজের স্বরূপ চিনি
আয়নাও করে না আর কোন ধোকাদারি
দিন হলে শেষ ৷
তারপরও
দুই চোখে বুনে চলি নকশীকাঁথা,
দিবালোকে ফুটে ওঠে তাবত ভালো-বাঁচা,
দিন হলে যেগুলোতে জমে থাকে আঁধারের কালো…