সাতে পাঁচে কবিতায় নব কুমার দে
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
আচ্ছন্ন দেবতা… কবিতাও
শেকড় চুঁয়ে পড়া জলে
তুষ্ট দেবতা
উষ্ণ স্পর্শে কাটে তন্দ্রা
একটা আগুন সাপ তিস্তার মতো
জাপটে ধরেছে আমায়
উন্মুক্ত চুল
নেবে গেছে নগ্ন উপত্যকা অবধি
আর একটু নীচেই
অসভ্যদের বসতি
করোটি হাতে খেলা করে কালো পুরুষ
পালক গুঁজে অপেক্ষা করে
আদিম নারী
দেবতা চোখ বন্ধ করে তুষ্টি খোঁজে
আচ্ছন্ন
এই মাত্র ঠোঁট মুছে ফিরে গেল ধর্ষক
স্বীকারোক্তি লিখবো
ভীষণ স্ত্রৈণ আমি
তোমার কথা মত
একটুও প্রতিবাদ করিনি
শরীর ডুবিয়ে রেখেছিলাম
সবুজ অন্ধকারে
একটু একটু করে নীলাভ হয় কবিতা
শব্দে শব্দে বিষ ছড়িয়ে পড়ে
অপেক্ষা করো দেবতা
কোনো গাছ রাখবে তার বলিদানের সাক্ষ্য
সাজিয়ে যাবে তোমারও চিতা