সাতে পাঁচে কবিতায় দেবযানী বিশ্বাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
আলোর খোঁজে
আমি তো দেখেছি আমার উঠোনে শুধু
হেঁটে হেঁটে আসে পৃথিবীর যত কালো।
তুমি বলেছিলে ভয়াল সে কালো রাত
তোমার ঘরেতে সিঁদ কেটে গেছে কালও!
তারপর শুধু গুছিয়ে গেলাম দিন-
ছিনিয়ে নিলাম পায়রা সুখে’র পালক,
দিনান্তে তুমি পেরিয়ে যা কিছু জীর্ণ
কুড়িয়ে নিয়েছো অপরাহ্ণের আলো।
যতবার তবু পিঠ ঠেকে গেছে আর
ধোঁয়া ধোঁয়া দেখি চরাচর মহাবিশ্ব,
মুখ ঢেকে দিয়ে প্রতিবিম্বের শুধু
চেঁচিয়ে বলেছি “ঈশ্বর হা ঈশ্বর”!
আমি তো কেবল ঈশ্বর খুঁজে যাই
এ জন্ম আর প্রতি জন্মান্তরে-
হয়তো তিনিও বোধিবৃক্ষের নীচে
মানুষ খোঁজেন ক্ষয়িষ্ণু প্রান্তরে!