সাতে পাঁচে কবিতায় জয়িতা ভট্টাচার্য by TechTouchTalk Admin · Published March 19, 2020 · Updated May 18, 2020 বিঁধছে কাঁটা এইসব আলো কাঁটা হয়ে আছে। বিঁধছে শরীরে কন্ঠে অথবা হৃদয়ে স্তনবৃন্তে,ঠোঁট, গর্ভগৃহে সেইসব আলো কাঁটা হয়ে গেছে রক্ত স্রোতে। অলীক প্রত্যাশা ডুবজলে পা-ডুবিয়ে এখনো অপেক্ষা করে ভালো দিন তোমার আমার পুরোনো আকাঙ্খা! দস্তাবেজ হয়ে ঘরের বাইরে জমা হয়ে আছে রাশি রাশি অন্ধ রাগে। কাঁটা হয়ে বিঁধছে আলো শরীরে, কাঁটা হয়ে একটা জীবন বৃথাই না-হয় গেল একটা ঘুড়ি না-হয় পাখি হলো। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 কবিতায় স্বর্ণযুগে গোবিন্দ ব্যানার্জী (গুচ্ছ কবিতা) November 15, 2021 by TechTouchTalk Admin · Published November 15, 2021