সাতে পাঁচে কবিতায় অম্বরীশ ঘোষ
মনের গ্যালারি
কবির কথা- কবিতার দেশ-একটা বাড়ি
আর একটু টার্ন নিলেই তো দরজাটা
নিয়মের স্রোত পার হলে দেখি দরজা নয়,অনন্ত শূন্য
যাদের দাঁড়াবার কথা ছিল অতীতের চাঁদোয়ায়
তারা ইতিহাস কুড়িয়ে জমা করছে দগ্ধ চেতনাপাত্রে
ভাবছি একটা হাড্ডাহাড্ডি লড়াই করবে নিস্তব্ধতার সাথে
এখন সূর্যের সাতরঙ ঢেকে মেঘেদের তুমুল বাড়াবাড়ি
পবিত্র ভুলগুলো চোখ বুজে দাঁড়াক প্রলয়ের গতিপথে।