চারিদিকে ভেঙে পড়ছে দেওয়াল
অস্ত্র নিয়ে মিছিলে নেমেছে ধর্ম
আশ্বাস দিয়েও ও পথ মাড়ায় নি রাজা
ভেঙে ভেঙে পড়ছে দীঘল তরুচ্ছায়া
দূর দেশে লড়াইয়ে মরছে শিশু
আমার দেশে অনাহারে
ফুটপাথ খুঁজছে মরা ভাগাড়ের হাড়
চাষী খুঁজে নিচ্ছে ধুতরোর বীচ।
গ্রাম থেকে শহরে
রাজপথ থেকে মেঠোপথ
নিঃশ্বাসে শুধু হাহাকার
আর নিঃশব্দে
এগিয়ে আসছে মৃত্যুর নাগপাশ।
আমি তখন ধুলো ঝেড়ে তুলে নি
শ্রেষ্ঠ কবিতাখান।
অক্ষরগুলো সূর্যের আগুনে ঝলমলিয়ে উঠলে
তুমি ভাবছো তলোয়ারে বুঝি পড়ছে শান।