আবার একটা রাত ঘনীয়ে এলো। আকাশে তারাদের আনা-গনা,
জোৎস্নার আলোতে দেখি একাকী নৌকো ভাসে জলে, আমি শেকড়ের গন্ধ কিছুতেই ভুলতে পারি না।
এক- পা এগোলে দু -পা পিছিয়ে আসি। কেনো যে সোঁদা গন্ধ এত জড়িয়ে ধরে।
বিগত খরার সময় আকাশের কাছে মেঘ চেয়ে ছিলাম, আর মেঘের কাছে জল। কিন্তু যে বারিধারা চিবুক বেয়ে ঝরল তা তো নোনা। অপার তৃষ্ণা নিয়ে পথ হাঁটি, আর অদৃশ্য এক জাল বিস্তৃত হতে-হতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে পা। হাবুডুবু খেতে থাকি, তবুও মাথাটা ঠিক বালিশের উপরেই থাকে, লক্ষ করেছি।