কী দরকার সেই রিয়েলিটি(?) শোয়ের যার ফলস্বরূপ শিল্পীদের ইয়ার্কি, টোন, মিমের সম্মুখীন হতে হয়! দুই লাইন গাওয়ার ক্ষমতা নেই, রাগ রাগিনীর ধারণা নেই অথচ বক্তিমে দেওয়ার সময় একপাতা বলতেই হবে। কেন? কী কারণে? আপনারা জানেন না রিয়েলিটি শোতে ঠিক কী কী হয় বা হতে পারে? আপনারা জানেন না সেখানে টাকার খেলা হয় কী হয় না? তাহলে ন্যাকামিগুলো কেন?
আর একটি কথা, নিজের বাড়িতে কাউকে ডেকে এনে ছোট করা, বা কেউ কারুর বাড়িতে গেলে তাকে অপমানিত করাটা ভারতীয় শিক্ষা, ভারতীয় সংস্কৃতি নয়। যারা এগুলো করছেন তারা ভারতের ভোটার হতে পারেন, তারা ভারতীয় নন!