বইমেলা চলছে তো। বইমেলায় বসেই ফার্স্ট স্টপ লিখছি। নেট কাজ করছে না বইমেলায়। মেলটা পাঠানোর চিন্তা মাথায়। একটু পর সন্ধে নামবে আর একদিনের মেলা খতম। বৃষ্টির কথা সবাই বলছে। দুদিন নাকি টানা বৃষ্টি।
এমন হলে কেমন হতো ঘরেই যদি বইমেলা হতো। প্রত্যেকের ঘরে ঘরে। একই সঙ্গে। ওয়েবের যুগ বস! কিছু হাটকাসা ভাবাই যায়। অন্তত ভাবতে তো আর ট্যাক্স লাগে না। তাই ভাবছি প্রধান সম্পাদক ভজনদাকে একটু তেল মারবো অনলাইন বইমেলা করার জন্য। অনেকেইতো ইবুক করেন বা করতে চান তাদের সঙ্গে নিয়ে খুলে যাকনা নতুন মেলা ‘টেক টাচ টক ইন্টারন্যাশনাল ই বুক ফেয়ার’