আমি তনিমা হাজরা। লিখি কবিতা, গল্প, অনুগল্প, মুক্তগদ্য, প্রবন্ধ।
অনেক তিক্ত অভিজ্ঞতার, গ্লানির কথা লিখেছি পরপর সম্পাদকীয়গুলিতে। আজ একটু উৎসবের কথা লিখি, আলোর কথা লিখি, উপহারের কথা লিখি। নতুন বছরের আনন্দে নতুন করে সবাই মিলে বাঁচার কথা লিখি চলো।
আলোয় আলোয় সেজে উঠেছে চারদিক। আমার ভারতবর্ষ যে প্রতিটি ধর্মের উৎসবে সেজে ওঠে আনন্দে। উৎসব যেখানে ধর্ম বিশেষের হয়েও সার্বজনীন। উৎসব শব্দের বিস্তৃত অর্থ যেখানে মিলন সেখানে কেন এভাবে সুর কেটে যাচ্ছে। ছন্দ স্তব্ধ হয়ে যাচ্ছে।
Long lay the World in sin and error pinning,
Till he appeared and soul felt its worth,
The thrill of hope the weary world rejoices,
The wonder breaks a new and glorious morn,
Fall on your knees, oh hear the
Angel’s voices,
O night divine, oh night
When Christ was born.
কোরাণের সুরা দেখাচ্ছে সেই একই পথ
বিসমিল্লাহ ইল্লামে ইহরহিম
উল আরুল মি উদ বিন ন্যস
হে রসুল, আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রব,
ম্যয় নি কিন ন্যস – মানুষের বাদশা,
ইল্লাইন ন্যস – মানুষের আসল মঙ্গলকারীর কাছে।